অজানা সুরে অচিনপুরে কারা উদাসিন গান গায়,
হিজল গাঙের উজান বায়ে আনমানে যেন রয়।
নদীর কাজল জলে,সাপলা্র শত ফুলে-
ভ্রমরা-গুনগুনিয়ে মনে মনে-সুর তোলে নিশিদিন-
আলতো বাতাস, ক্ষণে ক্ষণে স্বপ্ন ছড়ায় প্রতিদিন।


মেঠো পথে,অচেনাদের সাথে-চলছে আপনমন-
অজানা হৃদয় মিশে গেছে আজ হয়েছে প্রিয়জন।
পল্লীর পারে, শান্তির নীড়ে---
আকাশ ভেলা মেঘেদের সাথে নেমে আসে সারাক্ষণ।
দিগন্তরেখায়-প্রতিক্ষণে ধরণীর বুকে দেয় স্নেহের চুম্বন।


রাতে দিনে সারাক্ষণে সুরের ঝর্ণা ঝরে-প্রেমের বাঁশিতে,
হাসির ঝিলিক আলোকিত চারিদিক-কি সুন্দর হাসিতে।