কোন ঋতুতে, অজানা নদীতে?
নিজের প্রীতিতে, ছুটেছে নানা ঢেউ-
কোনটা আসল, কোনটা নকল?
জেনেছে কি আগে কখনও কেউ?


হৃদয়ের তীরে, কোন সে ভোরে?
প্রতিক্ষণে ঝরে, জীবনের পাতা।
স্বপ্ন হারা, এই জীবন কি সারা?
সুখে দুঃখে ভরে যায় সাদা খাতা?


বুকের জলে আছে মিশে,
ধুয়ে আসা মাটির ব্যথা।
দুই তীরে, অজানা ভিড়ে
লিখা আছে করুণ কথা।


যুগে যুগে বুক চিরে যায়
কতনা ভালো-মন্দ,সুখ-দুঃখ।
মনের মাঝে ব্যথার পাষাণ
শত ব্যথায় বুজেছি এই মুখ।


সদা ঝলমল- ঐ কুলু নদীজল,
জীবনের সুখে পূর্ণ কি নদী?
নানা ঢেউ-এ, সুর তোলে আজ-
সাথে মোদের সুখ  থাকতো যদি।


..........................................।।
ইংরাজিঃ-১৩-১১-২০১৭
খড়গ্রাম, মুর্শিদাবাদ।