ঘুরি ফিরি সবুজ নীল পাহাড়ের চূড়ে,
                    কখনও বা অজানা অচেনা নদীর তীরে।
মিশে যাই বিধাতার গড়া প্রকৃতির আত্মায়,
                     না হয় চেনা- অচেনা কবির কবিতায়।


দেখি শুধু দেখি, মেলে দুই আঁখি-
                     মহানন্দে শুনি, প্রকৃতির মধুর ধ্বনি।
শুনি সদা, চড়ুই এর কিচিমিচির গান,
                     পাই সদা নব আম্রমুকুলের ঘ্রান।


ফিরি নাম না জানা নদীর বাঁকে বাঁকে,
                     মিশে ঐ অচেনা গাঙ শালিকের ঝাঁকে।
ডাকে শঙ্খ চিল,উজান নদীর বায়-
                   যেথায় আমার “মা”য়ের শত মমতা রয়।


ঐ গ্রাম্য পল্লীর নব বৃক্ষের শাখে শাখে,
                    শত ফুল জাগে ঘুম থেকে থেকে।
ডাকে যেন হাজার মায়া মমতায়-
                    ঘুম ভাঙে রৌপ্য ঝরা চন্দ্রিমায়।