দেখিলাম ধরায়, বিষাদ ছায়ায়,
নেই স্বপ্নের কানন আর মানবের উদ্যান।
চারিপাশ ধুধু,হাহাকার শুধু,আসেনি মধুকর।
ধ্বংস কানন আর সৃষ্টি মরুর উদ্যান—


সুবাস হারাইয়ে শত ফুল, ঝরে পড়ে অকালে,
কচি কচি কুঁড়িরা, নাহি পাই আলো পড়ন্ত বিকালে।
তপ্ত বাতাস, বিষাক্ত আকাশ,
লজ্জায় আসেনি তারাগন,
বিহঙ্গ ফিরাইয়া যায় নিজ নীড়ে-
ছুটিয়া চলে প্রাণপণ-


সুরহীন,গানহীন,প্রাণহীন।
ইহা কাহাদের সংসার-?
শত কত আলো ক্ষীন-দেখি নাই কোনোবার-???


......................................................