পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে-
বহু খুঁজেছি ঘুরে ঘুরে।
কখনও দেখা পাইনি প্রভু,
আপনার দেখা পাবো কি কভূ?
একটু দেখা দাও?
একবার দেখা দাও?


ক্ষণস্থায়ী এই জীবন লয়ে,
হঠাৎ কখন ফিরব মাটির আলয়ে।
মনের সাধ মনেই রবে,
ইচ্ছে মোর থেকেই যাবে।
একবার দেখা দাও?
যদি এই জীবন চাও?


খুঁজেছি  মাটির কোনে কোনে,
জিজ্ঞাসা করেছি প্রতি জনে জনে।
খুঁজেছি নতুন ফুলে ফুলে,
খুঁজেছি ধরার কোলে কোলে।
কোথায় প্রভু রয়?
তাঁরে, কিভাবে করব জয়?


খুঁজেছি ধানের ক্ষেতে ক্ষেতে,
জিজ্ঞাসা করেছি, পথে যেতে যেতে,
খুঁজিনি মনের মাঝে,
ছুটেছি সকাল বিকাল সাঁঝে,
সৃষ্টির-শ্রষ্ঠা কোথায় যেন রয়?
একটু দেখা চাই।