আজ কিছু গল্প,কবিতা শোনায়,
কিছু বাস্তবে, কিছু কল্পনায়।


দুটি পাখি, মেলে আঁখি।
নাচে কেন ডালে ডালে?
নেচে চলে, ফুলে ফলে।
অজানা সুরের তালে তালে।
মনের আনন্দে,কেয়ার সুমধুর গন্ধে।
ফুলের সুবাসে,নতুন বধূ বেশে।
ছুটে চলে মেঘেদের দলে দলে।
বাস্তবকে রেখে চলে অলীক কল্পনায়।
সীমাহীন খগোলের অনন্ত সীমানায়।


কিসের নেশায়? কিসের আশায়?
সোজা মন কারে খুঁজে-
কিছুতেই বুঝে না যে।
নয় ওগো একবারে-
খুঁজে তারে,বারে বারে।
শুধু রঙ বদলায়, নতুন প্রাণের আশায়।
ঘুরে ফিরে নব সাজে।,
মৃদু মন্দ নুপূর বাজে।
বাস্তবে নয়,শুধু কল্পনায়।


মেঘে ভাসা, আশা গুলো-
অজানাতে অপূর্ব রূপটি নিলো।
মিশে চলে শীতল জ্যোৎস্নায়,
শুধু রঙিন কল্পনায়।


মনে ভেজা আশাগুলো,
মনে মনে, সুর তোলে গুঞ্জনে-
কথা কয় কানে কানে।
হৃদয় ভরে গানে গানে।
বাস্তবে নয়,---
শুধু প্রাণহারা কল্পনায়।