ক্ষণিকের বেদনা
       মহঃ সানারুল মোমিন


[আসরের চির পরিচিত পরম শ্রদ্ধেয় কবি  “সঞ্জয় কর্মকার " মহাশয়কে আমার এই লিখা উপহার দিলাম। যার লিখা কবিতা আছে প্রাণ,ছন্দ-সুর  ]


আসবে প্লাবণ, ভেসে যাবে মন।
বয়ে যাবে,মনে যত আছে সুখ।
প্রতি ক্ষণে ক্ষণে-
হৃদয়ের কোনে কোনে।
বেড়ে যাবে যাতনায় হাজার দুঃখ।


আসবে তুফান, হৃদয় ভেঙে হবে খানখান।
উড়ে যাবে ঝড়ে হৃদয়ের কুঁড়ো ঘরের খড়।
প্রতি পদে পদে,
ধবংশ লীলার সাথে,
হবে সব শেষ, পড়ে রবে নিস্তেজ ধড়।


আসুক প্রলয়,ভেঙে সব হোক নিমেশে সব ক্ষয়।
ভরে যাক ধরা,হোক খরা,ভরুক কালো ছায়ায়।
শান্তি হোক ক্ষীন-
নিশি কিবা দিন।
সব দুর্যোগ হবে অবসান,হবে সুখের রবির উদয়।


............................................................।।