মহামিলনের তীর্থভূমি (আমার ভারতবর্ষ)
              মহঃ সানারুল মোমিন


[আসরের নিয়মিত পরম স্বনামধন্য শ্রদ্ধেয়  “অজিত কুমার কর” মহাশয়কে আমার এই লিখা উপহার দিলাম-]


মহামিলনের তীর্থভূমিতে,
শুনি দিনে রাতে বেদের শুদ্ধ বাণী।
তীর্থভূমির আকাশে বাতাসে,
শুনি প্রেমের সুমধুর আজানের ধ্বনি।


মিলে মিশে আছে, একই হৃদয়ে-
হিন্দু,শিখ, জৈন,বৌদ্ধ,মুসলিম, খ্রীষ্টান।
সকালে বিকালে হৃদয়ের কানে শুনি,
মন্দিরে মন্দিরে পুজা প্রেমের ঘণ্টা ধ্বনি।
ঘরে ঘরে, দ্বারে দ্বারে পাঠিত হয় সুমধুর সুরে,
বাইবেল, গ্রন্থ সাহেব,ত্রিপিটক,কোরাণ,পুরাণ।


একই আত্মায় বাঁধা মোরা-
হয়েছে প্রচার মন্দির,গির্জা,মসজিদ,গুরুদ্বারে ।
সব জাতি,সবাই আমরা “ভারতবাসী”,
আপন হয়েছি বারেবারে।


মহামিলনের হৃদয়ের প্রেমের সুতোয় বাঁধা-
আমার জন্মভূমি,মাতৃভূমি আমার ভারতবর্ষ।
হৃদয় আত্মা, বেড়াহীন, প্রাচীর বিহীন-
যুগে যুগে জেনেছে নানা জাতি-
জেনেছে সে বাণী সারা বিশ্ব,
“ভারত মাতা” মহামিলনের মহাতীর্থ।


হিংসা, দ্বেষ হয়েছে জয়ের প্রদীপ-
প্রতি মানবের হৃদয়ের প্রেম আরাধনা।
রয়েছে ভালোবাসায় প্রতিটি মন,জপে সারাক্ষণ,
প্রেম প্রীতির অটুট বাঁধন মৈত্রীর সাধনা।


এদেশ মানেনা জাতের বিভেদ-বিচার,
মানেনা বিবাদ,হত্যা হানাহানি।
হৃদয় তাঁর প্রেমের সাগর,
করেছে ক্ষমা, করেছে আপন-
সে যে আমার মাতা “ভারতজননী”।
....................................................................................