সীমাহীন ভাবনা, অন্তহীন কল্পনা।
মাঝে মাঝে একটু একটু ভালোলাগা।
সব কিছু ভুল হয়, মনে ভাবি সব ঠিক।
নীল আকাশের মাঝে
সাদা মেঘের মত ভাসি,
ভাবি সব কিছু ঠিক আছে।
আনন্দে খুব হাসি।
দিশাহীন ভাবে ঘুরি
শীতল মিষ্টি বাতাসে,
চির শান্তিতে চলি
উজ্জ্বল জ্যোৎস্নার রাতে।
ভাবি সব ঠিক আছে,
ঝরনার সুর-বাড়ায় মনের আনন্দ-
স্বপ্ন দেখায় ফুলের সুগন্ধ।
বরশার ধারা সুর তোলে মনে-
উজ্জ্বল প্রাসাদ  গড়ি স্বপ্নে।
এতো অলীক কল্পনা,মানেহীন ভাবনা।
সব কিছু শূন্য মনে হয়,
হিসাব আর মিলে না।
কান্না করি আর পুড়ে পুড়ে মরি।
তবুও স্বপ্ন দেখে স্বপ্ন গড়ি,
কল্পনায় চলি স্বপ্ন দেশে,
এটি মনের সান্ত্বনা-


আংশিক প্রকাশিত করলাম-বাকি পরে -