[আসরের চির পরিচিত পরম শ্রদ্ধেয় কবি  “সঞ্জয় কর্মকার " মহাশয়কে আমার এই লিখা উপহার দিলাম-দ্বিতীয় উপহার। যার লিখা  কবিতায় আছে প্রাণ,ছন্দ-সুর  ]


গেলে কোথা মোর প্রাণের বুলবুল?
তোমারই মধুরও হাসিতে,ফুটে শত শত ফুল।
                      তোমারই বিহনে, নীরব কাননে-
                       চুপচাপ আজ সাধের জীবকুল।


এসো ফিরে,মোর কাননের ভিড়ে।
দেখো? সুরভিত সুরের বাঁশিতে-
                    আদরের হাসিতে-
                    তোমায় ডাকে-শাঁখে শাঁখে,
                    শত বিহঙ্গ, অযুত রাঙা বনফুল।


খেলছো কি লুকোচুরি? না আড়ি আড়ি?
লুকোলে ঝোপঝাড়ের আড়ালে-
পেয়েছি, আদরের হাত বাড়ালে।


সজলও ছলছল দুই নয়নে কহে বুলবুল-
                      “হয়েছে মোর মহা ভুল-
                      আপনার বেদনায়-আমিও ব্যকুল।
যাইনি কোথায় উড়ে,
ছিলাম পুষ্প কাননের ভিড়ে।
যেথায় ফুটেছে হাজার বনফুল”।


..................................................................।