এসো, এসো বকুল পাপিয়া,
                খুলো হৃদয়ের বন্ধ দ্বার,
                দেখো মনও হৃদয় দিয়া।
আজ ফুটেছে সুসজ্জিত কাননে।
শত কত নানা ফুল আনমনে।
                মেতেছে সুমধুর গানে গানে।
                দোলা জাগে মনে প্রাণে-


আজ যেন খুশি,খুব বেশি বেশি।
                ছন্দ আর নৃত্যের তালে তালে।
                কানে কানে কত কথা বলে।
আনন্দে গানে আত্মহারা।
বিহঙ্গ পতঙ্গ সারা ধরা-
                কে এল বুঝি ? আনন্দ জাগে প্রাণে-
                বিশ্ব মেতেছে আজ কার আগমনে।


সেজেছে বিশ্ব ভুবন।মেতেছে শত প্রাণ মন।
               নাচে শত বিহঙ্গ, নাচে জল তরঙ্গ ।
               নাচে হাজার শত প্রাণী জীবকুল।
আনন্দে ফুটে কমল, শাপলা  আরও ফুল।
এলেন হৃদয়ের মণি  শ্রদ্ধার কাজী নজরুল।
............................................................