বহুযুগ ধরে এই মাটিতে মিশে আছে বহু পরিশ্রম,
মাটির বুকেতে খোদাই রয়েছে বহুজনের নাম।


বহু মানুষের শরীরের ঘাম আর রক্তের কণা-
সাক্ষী দেবে কোটি কোটি  কাঁকরের কণা।


সকাল বিকাল,শ্রম দিয়ে রক্ত করে জল,
দুঃখ,কষ্ট পেয়েছ হাজার, একি ছিল তার সুফল।


বানিয়েছ স্বপ্ন মাখা,আকাশ চুম্বি অট্টালিকা,
দিয়েছ সুখ,ছড়িয়ে স্বপ্ন, সাজিয়েছো সভ্যতা।


দিয়েছে রক্ত-উজাড় করে,পেয়েছো শুধু অবহেলা,
না পেয়ে মুল্য,শুন্য পেটে,কাটিয়ে সারাবেলা।



বাকি থাকলো-----