আজও
কেউ শুনেনি
তাদের হাহাকার,চিৎকার।
গায়ে ধূলোমাখা-ছেড়া জামা
সারারাত কাটে,ফুটপাত বিছানা তার।
পেটে খিদা-সান্ত্ব্না দেয় চন্দ্র মামা।


সাথী
রোগা কুকুর-
খালি,লোমহীন শরীর,
খসখসে চামড়ার আড়ালে যন্ত্রনা-
চাপা আছে হাজার হাজার বেদনা।
একসাথে খায়,ঘুমোয় কেউ করেনা মানা।


শূন্য-
তাদের জন্য-
ফাকা ইতিহাসের পাতা,
স্বপ্নগুলো কোনদিন হয়না গাথা।
ফুটপাতে লেগে আছে জীবনের ছাপ,
হাজার হাজার যন্ত্রনার হয়নি কখনও পরিমাপ।


সারাদিন
উন্মাদ,ঘোরাঘুরি-
দুঃখ,কষ্টের লুকোচুরি।
একটু    যদি    হয় ভুল,
পেতে হয় চড় থাপ্পড় ভুরিভুরি,
কখনও বা দিতে হয় জীবনের মাশুল।


বাকি থাকলো-