তোমার নয়নে রেখে নয়ন
রয়েছি দুজন, অদৃশ্য প্রেমের বাঁধনে।
প্রেমের জোয়ারে ভাসিয়া দুজন,
দুটি প্রাণ এক হয়,অজানা একদিনে।


প্রাণ ভ্রমরা গাইল গান
হৃদয়ের রাঙা কাননে।
দুটি মন,সদা আপন
পাখির সুমধুর কূজনে।


ফুলের সুবাসে,ঝিলিক হেসে
দেবো মধুর শীতল ঘুম
পাপড়ী কাননে,শুধু দুজনে
গভীর রাতে যেথায় নিঃঝুম।


স্বপ্নের হাসি,সুরের বাঁশি
তোমারই মধুর আননে
শুধু যে অচেনা অজানা ইশারা
তোমারই যুগল ঐ নয়নে।


ওষ্ঠ যুগলে হাসির ঝিলিক
ছড়িয়েছো মোর প্রাণ সজনী।
প্রেমের গীতি,করোনি ইতি
জেগেছো হাজার রজনী।


একই সঙ্গে,একই অঙ্গে
করেছি স্নান গভীর জ্যোৎস্নায়।
একই সুরে, হৃদয় পুরে
গেয়েছি গান,প্রেমের মোহনায়।


তোমার ঘিরে স্বপ্ন দেখি,
হৃদয়ে নিয়ে হাজার কল্পনা।
তোমায় নিয়ে হাজার ছবি আঁকি,
সেটা তো মোটেই অল্প না।




...................................................।
নগর,মুর্শিদাবাদ