পূর্ণিমার উজ্জ্বল রাতে-
কে ঝরায় চাঁদের আলো?
তুমি কি আমার প্রাণ সখী?
যেথা দাঁড়াও,সেথা লাগে ভালো।


ও আমার প্রাণ প্রিয়া-
তুমি কি-তারার দেশে লক্ষ প্রদীপ জ্বালো?
উল্কা হয়ে ধরার বুকে-
হাজার হাজার আলো ঢালো?


তুমি মোর প্রাণ সজনী-
বেনুবনে পাতায় পাতায়- সুর তোলো?
রজনী গন্ধায় ঢেলেছো সৌরভ-
কানে কানে একটু বলো?


নীল সাগরের আকাশপানে
সাদা মেঘে কোথায় তুমি চলো?
প্রতি প্রভাতে রবির হাসি হয়ে দাও প্রেমের আলো।
প্রিয়া-
তুমি সত্যি করে বলো?