এই বাঙালী নয় নির্বোধ-
নয় কখনই বোকা।
মুখের ভাষা কেড়ে নিয়ে,
দিতে চেয়েছে ধোকা।


বুকের পাঁজরে,আঘাত মেরে-
করতে চেয়েছে বোবা।
শত বাঙালী গর্জে ওঠে-
পাল্টা মেরেছে থাবা।


কোন মতে, দিবেনা হতে,
প্রাণের ভাষার হরণ।
শত বাঙালী লড়ে গেছে,
আজীবন- জীবন মরণ।


মায়ের ভাষা, মনের আশা।
রক্ত দিয়ে নয় কেনা।
এ যে মায়ের হৃদয়ের ভাষা-
বিশ্বের সকলের জানা।


রক্ত দিয়ে মায়ের ভাষা
রেখেছে মায়ের মুখে।
আজ কি আনন্দে কথা বলি,
স্বপ্ন উড়াই মহা সুখে।


৮ই ফাগুনে,জ্বলেছে আগুনে,
প্রতিবাদে বাঙালীর প্রাণ।
সবুজ ধরায়, রক্তে ধারা,
শত বাঙালী করেছে স্নান।


শ্বেত শতফুল, শিমূল বকুল
রক্তে হয়েছে লাল।
চির স্মরণীয়,আজও অমর-
৮ই ফাগুনের পড়ন্ত বিকাল।


ধন্য আমার বাঙালী ভাই
চিরকালের জন্য ধন্য-
শত কোটি কোটি সালাম
শুধু তোমাদেরই জন্য।


........................................