ফাঁকা আজ মনের খাতা
স্বপ্ন গেছে ছিঁড়ে।
কচি কচি ইচ্ছেরা সব
লুকিয়ে গেছে ভিড়ে।


শিশু শিশু গাছের পাতা
পড়ে গেছে ঝড়ে।
শূন্য  এখন মনের পাতা
কেমনে দেখি পড়ে।


ফুল কাননে আসে অলি
ব্যর্থ হয়ে ফিরে।
শুন্য মধু,ফাঁকা হৃদয়
বিষাদ হৃদয় ঘিরে।


কিরণ বিহীন রাতের আকাশ
হতাশ মনের তারা।
শূন্য  আজ সুধার সাগর
ঝরণা অশ্রুধারা।


কষ্ট গুলো থেকেই গেছে
মনের নদীর পাড়ে।
জীবন আছে,প্রাণ নেই
এই রক্ত মাংসের ধড়ে।


সুখের স্মৃতি,করে ক্ষতি
চলে বেয়ে দুঃখ ধারা।
অতীত স্মৃতি ফিরে এসে
করে নিঃস্ব সর্বহারা।