ফুল বাগানে, নিজের মনে,
সোনা খুকিরা এসেছে।
গাছের তলায়, বানায় আলয়,
যেন শত তারা হেসেছে।


মিছে মিছে করে খেলা
কচি কচি সোনা মেয়ে।
কাদা মাখে,ধুলা মাখে,
সুখ দুঃখ গান গেয়ে।


আজকে হবে গাছের তলায়,
মহাভোজের আয়োজন।
বনের পাখি,নেবো ডাকি,
আছে তাদের নিমন্ত্রণ।


কেউ এনেছে খেলনা বাটি,
কেউ এনেছে থালা।
কেউ এনেছে মাটির পুতুল,
যেন সব সত্য খেলা।


কেউ পড়েছে গামছা শাড়ি,
কেউ পড়েছে চুড়ি।
কেউ ভাজে মিছে পাঁপড়,
কেউ বা ভাজে মুড়ি।


ব্যস্ত সবাই রাঁধতে তারা,
কেউ রাঁধে শাক।
মিছে মিছে ঝগড়া করে,
মিছে দেখায় রাগ।


বালি দিয়ে রাঁধে ভাত,
কাদা দিয়ে পিঠে।
মিছে মিছে খেয়ে বলে,
ভারি লাগে মিঠে।


সত্য না মিথ্যা খেলা,
জানেনা কিছুই তারা।
সারাক্ষণ শুধু করে খেলা,
নিজের নিজের “মা” রা।
......................................................
২৮-০৪-২০১৮ বুধবার,
নগর, মুর্শিদাবাদ।