থেমে গেছে আজ কেন মৌমাছির গুঞ্জন?
পাখিরা দিশা হারা,নেই কেন কুজন?
সাগরে নেই কেন মধূর সুরের তরঙ্গ?
অন্তরে বড় ব্যথা,প্রেমহীন,শূণ্য-নিঃসঙ্গ,
থেমে গেছে আজ কেন- মানুষের মানবতা?
ছুটে চলে সামনেতে প্রাণহীন সভ্যতা।
বাগানে নেই কেন কোকিলের কলরব,
প্রেমহারা,নিরদয়, ক্ষুদারতে ভরাসব।
বিরহ,বিষন্ন ,নিঃসঙ্গ আন্ধকার রজনী।
হাহাকার,আশাহীন,স্তব্ধ ধরণী।
প্রজাপতি রঙ হারায়,জোনাকি ফ্যাকাশে,
তারারা ক্লান্ত কেন?বিষ মাখা বাতাসে।
গাছগপালা প্রান হারায়,মানুষের আঘাতে,
চন্দ্র মলিন কেন  পূর্ণিমার  রাত্রিতে?
ফুলেরা হারায়ে সূভাস,সূর্ষর জ্বালা আজ,
গরম বাদল ঝরে আজ-এতো আমাদের লাজ?