বহু কষ্টে,পরিশ্রমে, ঝরিয়ে মাথার ঘামে,
সাজিয়েছি এই রাঙা সংসার-
গড়েছি ধীরে ধীরে,
বহু যুগ ধরে,
একটু একটু করে,
গড়েছি স্বপ্নের সভ্যতা।


বহু পরিশ্রমে, নয় কোনো দামে,
আদিমকাল থেকে,এই ধরার উপর-
সাজিয়েছি ফুলে,ফুলে,
যুগের তালে,তালে,
অনেক দুঃখ কষ্ট ভুলে,
শিখেছি প্রেম,ভালোবাসা আর নম্রতা।
...........................
...........................
ক্রোধে মত্ত,ঐ যে পাশান,
সব কিছু ঘটিয়ে অবসান-
গ্রীষ্মের দুপুরে রয়-
করে শুকনো হ্বদয়,
সে কি ভেঙে ছারখার করে?
তৈরীর হাজারও-আর মানবতা।


না না -সে জ্বালিয়ে নিজের প্রাণ,
অপরে দিয়েছে সন্মান,
ভেবেছো তার ব্যথা?
শুনবে তার নিজের কথা?
যুগযুগ ধরে সহ্য করেছে জ্বালা,
এই নয়কি তার উদরতা?