পথে যেতে যেতে,
যদি তোমার সাথে-
দেখা হয় একটুখানি।
অজানা হাত বাড়িয়ে দিও-
আদরে স্নেহ দিও-
মুছে দিও আছে যত গ্লানি।


জীবনের নয় প্রভাতে,
না হয় মাঝ রাতে-
ডেকে নিও ওগো চিরসাথী-
যুগ যুগ ধরে যে পথে গেছে
হাজার নিঃস্ব এতিম জ্ঞানী,
নির্ভীক আর মহারথী।


ডেকো না ওগো সকাল বেলা
আর ডেকোনা সাঁঝের বেলা-
ডেকো ঠিক মধ্য দুপুরে-
সকালে আমি শিশু রয়
সাঁঝের বেলা  অধিক ভয়।
ডেকে নিও একটু  আদরে-


জানি না কি যে ধরণ
ভাবি সারা আজীবন,
আসার আগে কানে কানে
বলে দিও তোমার নাম।


নিঃস্ব শরীর কোথায় রবে
অজানা সাথী নিয়ে যাবে-
জানি না কি বা হবে দাম-
..................................................................