রাত্রি নিঝুম, দিয়েছে সব সুখ ঘুম।
নিভে গেছে সাঁঝের বাতি।
করুণ সুরে, একটু খানিক দূরে।
গান শুনি কার  সারা রাতি।


রাত্রি আঁধার,চেপেছে প্রিয় ঘুম সবার।
গান শুনিয়ে জাগে মাতা।
কোলের মানিক, সুস্থ হোক খানিক।
নেই ঘুম, ক্লান্ত আঁখি পাতা।


মাটির প্রদীপ, জ্বলে নিরাশায় টিপটিপ।
একা মায়ের পরাণ জ্বলে।
কখনও বিছানায়, কখনও বা আঙিনায়।
রুগ্ন শিশু কাঁদে মায়ের কোলে।


মশাদের মধুর গান, মাছি ভন ভন।
মায়ের আদর শিশুর শীরে।
বেদনার জল, কেন যে আজ বিফল।
আঁখি ভেজা অশ্র নীরে।


নেই মামা চাঁদ, তারাদের মায়া ফাঁদ।
মা আজ যেন খুব একা।
আকুল নিবেদন, মানে না কাঁদন।
প্রভু একটিবার দাও দেখা।


বুকের মধুর সুধা, দিতেছে সদা।
তবু কেন কেঁদে রয়।
কোমল পাঁজর,করে শত আদর।
বেদনায় ফাটে সারা হৃদয়।


হয়না আজ শেষ, যাতনা অশেষ।
আজ যেন মায়াবী রাত।
হাত ছানি দিয়ে, শত স্বপ্ন নিয়ে।
ডাকে মহাকাশের ছায়াপথ।