হিসাববিজ্ঞান হলো ব্যবহারিক জ্ঞান,
সৃজনশীল পদ্ধতিতে হয় সকল সমাধান।
হিসাবে হিসাবে চলতে থাকবে এই জীবন,
হিসাবের মাঝে তৈরি হয় মানব জীবন।
ঘটনাকে কেন্দ্র করে তৈরী হয় লেনদেন,
লেনদেনকে কেন্দ্র করে তৈরি হয় হিসাববিজ্ঞান।
হিসাবের দু'টি পক্ষ হলে,
সেটাকে দু'তরফা দাখিলা বলে।
হিসাব হচ্ছে তিন প্রকার,
ব্যক্তি, সম্পদ, নামিক আর।
ডেবিট ক্রেডিট করতে হলে,
যেতে হবে মূল নীতির ঘরে।
নিয়ম উপস্থাপন করলাম এই,
মনোযোগ দিয়ে দেখ তাই।
মূল্য যিনি গ্রহণ করে, হবে ব্যক্তি ডেবিট,
মূল্য যিনি প্রদান করে, হবে ব্যক্তি ক্রেডিট।
আসলে সম্পদ ডেবিট ঘরে,
বসাই তারে অনেক যতন করে।
গেলে সম্পদ ক্রেডিট ঘরে,
দিও না বিদায় দুঃখ করে।
হিসাব যদি হয় নামিক,
যাবতীয় ব্যয় হবে ডেবিট,
যাবতীয় আয় হবে ক্রেডিট।
হিসাব পক্ষদ্বয় থাকলে গড়মিল,
মিলবে না কখনও রেওয়ামিল।
সম্পদ ও দায় মিলে হয় দু'পক্ষ,
করতে হয় হিসাব চুড়ান্ত।