দিবারাত্রি পাঁচবার শুনি আযানের ধ্বনি,
মানব জাতির রচিত নহে এ মহান বানী।
কত সুর কত ধ্বনি শুনিতেছি সারাক্ষণ,
বিমোহিত হয় না কখনও মুমিনের মন।
কত পাখী কত সুরে ধরিতেছে কত তান,
আযান ধ্বনির মত হয় না তাহার মান।
কূল কূল রবে ছুটে নদী সাগরের পানে,
আযান ধ্বনির মত কেহ কখন না শুনে।
ঝঞ্জা বায়ূতে শুনা যায় কতই শন্ শন্,
উথলে উঠিবেনা কভু কারো মন।
রাত শেষে মিনারে মিনারে শুনি আযানের সুর,
লক্ষ লক্ষ মুমিনের অন্তর করে দুর দুর।
একত্বের মহিমা গাঁথা ঐ সে আযানে,
শয্যা ত্যাগ করিয়া মুমিন ছুটে যায় নামাজে।
বেলালের আযানে ত্রিভুবন হইত মোহিত,
লক্ষ কুটি মোয়াজ্জেনের কন্ঠে তাহা হয়কি সাধিত।