স্রষ্টার বানীতে পাইল অংকের সূচনা,
শূন্যসহ দশটি অংক হইল রচনা।
শূন্যসহ দশটি অংক গনিতে প্রমান,
গোল রেখাতে শূন্য হয় নাই তার মান।
ন' টি অংকে স্বকীয়মান আছে যথাযথ,
শ' সহস্র লক্ষ কোটি শূন্য বাড়ায় কত!
পরীক্ষায় শূন্য পেলে উদাস করে মন,
শতের্ শূন্য দুটি পেয়ে ধন্য বাঁছাধন।
অংকের বামে শূন্য কখনো হয় না গণ্য,
ডানে শূন্য অংকটি হয় দশগুণে ধন্য।
সৃষ্টিতে শূন্যের জন্ম পাপ পুন্যের পূর্বে,
স্রষ্টার আদেশে শূন্য পুন্যকাজে ঘুরবে।
আদিতে শূন্য ছিল অন্তেও তার বাস,
পুন্য কর্মে দশগুণ পাপের হবে হ্রাস।
পাপ কাজ যতই করে বাড়ে না তার মান,
পুন্য কাজে শূন্য ডানে দশগুণে প্রমান।
পাপের ডানে শূন্য যেতে ছিল কত ভয়,
পুন্য কাজের শূন্য ডানে দিয়াছে অভয়।