আষাঢ় মাসে অবিরাম ঝড়ে কত বৃষ্টি,
শ্যামল সবুজ ধরে গাছপালার রংটি।
মানুষ যখন কর্মস্থলে আগমনে ব্যস্ত,
বৃষ্টির কারণে পথচলা হয় যায় কষ্ট।
চপলার সাথে শুনা যায় বজ্রের ধ্বনি,
জলের মধ্যে ডাকছে ব্যাঙ ঘ্যান ঘ্যানানী।
মাঠ ঘাট ভরিয়া যায় বৃষ্টির পানিতে,
হাঁসগুলি আনন্দ পায় বৃষ্টিতে ভিজতে।
আউস কাটে আমন বুনে কৃষকের জমিতে,
কেউবা মাছ ধরে জাল নিয়া নদীতে।
জেলে মাছ ধরার অপেক্ষায় জাল বোনে,
বর্ষাকালে নদ-নদী ভরা থাকে যৌবনে।
ভরা নদীতে জাল ফেলে জেলেরা,
নদীধারে খেলা করে উঁঠতি বয়সি ছেলেরা।
আম-কাঠাল কতই ফল পাকে দেখি বাড়ীতে,
কত পাখি ভীড় করে পাকা ফল খাইতে।
বর্ষাকালে নানা ধরণের ফল দেখা যায় বাজারে,
ফরমালিন মেশান ছাড়া ফল পাওয়া যায় না সহজে।