সপ্তাহে একদিন বাজার বসে,
দৃশ্যপট চোখে ভাসে।
বাজার নির্মাণ তিন পক্ষের প্রয়োজন,
বাজার ক্রেতা-বিক্রেতার অংশগ্রহণ।
লোকজনের চলাচলে দূর্ভোগ,
থাকে রিকশা গাড়ীর যানযট।
ট্রাক ঢুকলে হয় কত ভোগান্তি,
অটোরিকশা করে রাখে জিম্মি।
বাজারের অবস্থান নদীর তীরে,
সারি সারি নৌকাট্রলার বাঁধে।
দোকানদার নিজ দোকানে বসে,
মালপত্র সব সাজিয়ে রাখে।
খরিদ্দার আসে যত,
বেচা কেনা হয় তত।
জিনিসপত্র ফল মূল,
কত বেচে নাই কুল।
ঋতু ভেদে মালামাল,
কেনা বেচার এইতো হাল।
কেহ কিনে কেহ বেচে,
সপ্তাহে একদিন বাজার মেলে।
আসল মাল পাওয়া যায় কম,
নকল মাল বেচা কেনার হরদম।
কেহ নেয় বস্তা ভরে,
কেহলয় ব্যাগ পুরে।
কেহ যায় নৌ-পথে,
কেউ আবার রাস্তা ধরে।
সপ্তাহে একদিন বাজার বসে,
দৃশ্যপট চোখে ভাসে।