এক দেশ এক বাঙালি জাতি, দেশ আমাদের মাতা,
এক দেশ এক নেতা, বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা।
স্বদেশ প্রত্যাবর্তন কথাটি অনেক ভারী,
মুক্তবাংলার আকাশ-বাতাসের ছিল আরী।
বঙ্গবন্ধু দীর্ঘদিন কারাবন্দী শেষে,
বাঙালির শ্রেষ্ঠ নেতা ফিরে এলেন স্বদেশে।
সমগ্র জাতির হলো পরিত্রাণ,
স্বাধীন বাংলায় আবার ফিরে পেল প্রাণ।
লন্ডন-দিল্লি হয়ে পা রাখলেন নিজ দেশে,
বিশাল জনস্রোত ছিল রাস্তার দু'পাশে।
উপস্থিত হলেন রেসকোর্স ময়দানে,
মঞ্চে উঠে স্বপ্নের বার্তা শুনিয়েছিলে।
বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সমাজতন্ত্র,
স্বাধীন হয়েছে দেশ সৃষ্টি হলো গণতন্ত্র।
তিনিই বাঙালি জাতির পিতা, স্বাধীন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা,
বিজয়ের মধ্যেও মুক্তিকামী মানুষের মনে ছিল শঙ্কা।
জাতির জনককে দেখা গণমানুষের ছিল আকাঙ্ক্ষা,
এ জাতি রক্ত দিতে জানে বঙ্গবন্ধুর ঠিকছিল আশঙ্কা।
বাংলার মাটি মুখরিত জয়বাংলা স্লোগানে,
বরপুত্র বরণ করা হয়েছিল অশ্রুসজল নয়নে।
স্বদেশ প্রত্যাবর্তন স্বর্ণোজ্জ্ব হয়ে থাকবে ইতিহাসে,
স্বাধীন বাংলা তাঁর স্বপ্নে উন্নয়নের জোয়ারে ভাসে।