রাত এসেছে রাতের শেষে সকাল যখন হবে,
প্রভাতেই সবে জাগে পানিতে স্নানাদি সমাপনে।
ঈদের খুশি সকাল বিকাল ঈদের খুশি রাতে,
নতুন জামা নতুন কাপড় পরবো সবাই প্রাতে।
নয়া পোষাক পরিধানে সুগন্দি মেখে লয় সবে,
হৃদয়ের মাঝে ঈদ আনন্দ জমাট বেঁধে রবে।
ঈদ আনন্দ ঈদ আনন্দ বাঁকা চাঁদের হাসি,
কোর্মা-পোলাউ পায়েস সেমাই দেব রাশি রাশি।
ঈদের খুশি বাড়ি বাড়ি ঈদের খুশি মাঠে,
ঈদের খুশি গঞ্জে বাজারে ঈদের খুশি হাটে।
ঈদের খুশি ছেলে বুড়োর ঈদের খুশি নানার,
ঈদের খুশি গরিব দুঃখীর দুঃখ কথা জানার।
ঈদের খুশি উদার আকাশ ঈদের খুশি দানের,
ঈদের আনন্দ দু’হাত ভরে উচ্ছল যত প্রাণের।
ঈদ আনন্দ কোথায় গেল কোথায় ঈদের চাঁদ,
চতুর্দিকে ছড়িয়ে যেন ক্লান্তি অবসাদ।
ভাঙতে হবে জেলের তালা আনতে হবেই চাঁদ,
চলতি পথে দলতে হবেই পাহাড় সমান বাঁধ।