জ্ঞান রূপ ঐশ্বর্য্য আসে,
ঐশীদানে সবার মাঝে।
কম বেশী ভাগ্যের লিপি,
লিখিয়া দিয়েছেন বিধি।
শিক্ষায় শিক্ষিত হয়,
জ্ঞান শিক্ষায় হতে হবে বড়।
জ্ঞান যাদের ক্ষীণকায়,
শিক্ষায় তাদের কিবা হয়?
জ্ঞানীর কর্মে হবে খুশী,
মূর্খতা যায় না কখনও ঘুচি।
শিক্ষায় জ্ঞানে যে বেশী বিকাশ,
জ্ঞানে শিক্ষায় তার অধিক বিশ্বাস।
জ্ঞান আর শিক্ষার গুণে,
ভূষিত হয় যেইজনে।
কম বেশী অবশ্যই প্রসারিত হয় সুখ্যাতি।
আদৌ যাদের শিক্ষা নাই,
মূর্খ বলে জানে সবাই।
জ্ঞানহীন বর্বর যত,
কাজেকর্মে আলাপে হয় পরিচিত।