মায়ের উদর হতে জন্মিয়াছি যবে,
মায়ের মত আপন কে আছে ভবে?
নবনীতের মত নরম ছিল যে দেহ,
মা ব্যতীত পালনে রাজী ছিল না কেহ।
ক্ষণে ক্ষণে পিপাসায় শুকাইত মুখ,
অতীব আদরে পান করাইত দুধ।
পরিবেশে ক্ষতিকারক শত্রু ছিল কত!
অতি যত্নে তাড়াতেন মাতা শত্রু ছিল যত।
রোগব্যাধি হতো যদি দেহেতে আমার,
অনিদ্রা অনাহারে কাটত তাঁহার।
রোগের যাতনা যদি বুঝিতেন বেশী,
অশ্রু গড়ায়ে যেতো মায়ের দিবানিশি।
চরম পরম যে আছে মায়ের মায়া,
সকল বিপদে তিনি দিয়াছেন ছায়া।
সর্দ্দি কাশি পয়ঃবর্জ্য ত্যাগ যত,
ঘৃনা না করিয়া পরিস্কার করিতেন তত।
মায়ের মনে ছিল সদা এইতো কামনা,
কিসে পাবে আমার হাসি এই ভাবনা।
শয়নে স্বপনে তাঁহার কাছে আমি চির ঋণী,
সীমাহীন ঋণী আমি যা শুধরাবে না কোন দিন।
ভাবিলে তাঁর কথা হৃদয় জাগিয়ে ওঠে ব্যথা,
কত তাঁর দয়া কভু ভুলিবার নহে কথা।
নিঃস্বার্থ মায়ের মায়া না দেখি এমন,
দুনিয়াতে তাঁর তুল্য হবে না কখন।