তুমি বাঙালি জাতির পিতা,
তোমার দক্ষতার কাহিনী লেখার নাই ক্ষমতা।
তোমা নিয়ে যুগযুগান্তরে রচিত হবে কত কবিতা,
প্রতিদ্বন্দ্বিতা করে এনেছো সুখস্বপ্নের স্বাধীনতা।
প্রতিপক্ষের বিপক্ষে বরদাস্ত করেছিলে কত ব্যথা,
একটাই ছিল সরণি অর্জন করবে শুধুই স্বাধীনতা।
বাঙালি জাতি হলো ক্ষুব্ধ,
আরম্ভ করলো মুক্তিযুদ্ধ।
গণঅভ্যুত্থান হইলো বাঙালির,
আহ্বান করিল স্বাধীনতার।
ইলেকশনে জয়ধ্বনি পূর্বপাকিস্তান,
স্বীকার করলো না পশ্চিমপাকিস্তান।
শেখ মুজিব মোদের নেতা,
অবরুদ্ধ করে নিল তারা।
দেশব্যাপী বিভৎস কাহিনী,
ঘটাইল পাক বাহিনী।
শতে শতে বাঙালি মারিয়া,
রাস্তাঘাটে যায় ফেলিয়া।
মুক্তিযোদ্ধা পাক বাহিনী,
হইলো অনেক হানাহানি।
বন্দী হইলো শান্তি বাহিনী,
জয়-কার হলো শ্রেষ্ঠ বাঙালির।
উদ্ভব হলো অসংখ্য বীরের অমরগাঁথা,
ধরণীর মানচিত্রে পেলাম মহান স্বাধীনতা।
ভূমন্ডলের তুমি সর্বশ্রেষ্ঠ বাঙালি নেতা,
তুমি গর্বিত বাঙালি জাতির সুমহান অমর পিতা।