যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি,
দিনে দিনে বেড়েই চলেছে এর পরিধি।
যৌতুকের বিষক্রিয়ায় গোটা সমাজ আক্রান্ত,
নারী আজ অত্যাচারিত, নিপীড়িত প্রতিনিয়ত।
যৌতুকের করালগ্রাসে নারী আজ লাঞ্চিত,
বিষাক্ত ছোবলে নারীর উন্নয়নে হচ্ছে বাঁধাগ্রস্ত।
নারীর উপর চলছে নির্যাতনের খড়গ,
পুড়িয়ে, বিষ খাইয়ে করছে এসিড দগ্ধ।
মানুষ নামের অমানুষে যাচ্ছে ছেয়ে দেশ,
অমানবিক নির্যাতনে পারদর্শী বেশ।
সমাজে আজ যৌতুক প্রথা হচ্ছে প্রসারিত,
প্রচলিত আইনও ব্যাধির কাছে পরাজিত।
যৌতুক দেওয়া-নেওয়া যদি হয় সমান অপরাধ,
দিনে দিনে কেন বিকাশ হচ্ছে এ প্রথার?
অধম ছিল বাপ-মা তোদের দেয়নি কোন শিক্ষা,
তাইতো তোরা যৌতুক নামে করিস আজি ভিক্ষা।
যৌতুক প্রথার ফলে নারী নির্যাতন স্বাভাবিক ব্যাপার,
সবাই মিলে নির্মূল করতে হবে যৌতুক প্রথার।