দেহ সাথে মন মিশি,
হইয়াছে মানুষ।
দেহ না থাকিলে সে,
কিসের মানুষ?
মন মাঝে মনুষ্যত্ব,
যার আছে যত।
মানবতা তার থেকে,
প্রকাশ পায় তত।
মানুষে মানুষে আছে,
সম অধিকার।
ঈদগা মসজিদ বিনে,
দেখি না তো আর।
কেহ খায় কেহ চায়,
কেহ সুখে কাল কাটায়।
এই খানে মনুষ্যত্ব,
ধরা পরে যায়।