মাতৃঋণ শোধ করা যাবে না কখন,
উপায় করিতে হয় থাকিতে জীবন।
গর্ভধারিণী মাতা কতই কষ্ট করে,
সন্তান ভূমিষ্ট হলে কষ্ট যায় বেড়ে।
সংসার রক্ষণ আর সন্তান পালন,
সবকিছু সহে মাতা অম্লান বন্ধন।
সন্তানের ব্যাধি মাতা পারে না সহিতে,
তাহার নিদ্রা ত্যাগি সেবায় রতথাকে।
সন্তান হারালে মাতা অচেতন হবে,
পাগলিনী রূপ তাঁর দেখিতে পাইবে।
মাতৃমঙ্গল মাতৃসদন যাহা কিছু বলি,
মায়ের মত এমনটি কোথাও না দেখি।
পরম আত্মীয় যতই বলি মায়ের সমান নয়,
মায়ের তুল্য এ জগতে কেহই না হয়।
আদি হতে যত মানুষ জন্মিয়াছে ভবে,
কেহই না মায়ের ঋণ শোধ করিতে পারে।
দেহের চামে জুতা পরাও যদি মাকে,
তবুও না মায়ের ঋণ শোধ করা যাবে।
সবার জন্য একটা পথ দেখি ভাল,
মা বাবার অনুগত হতে যদি পার।