মৃত্যুর কোন জাত হয় না, জীবনের আছে ঢের,
উঁচু-নিচু স্তর রঙ-বেরঙ আনাচ-কানাচ-রাস্তা ফের।
মরণ বরণ করতে হবে বলি মুখে মুখে,
মৃত্যু হবে সকাল কিংবা অকাল, মৃত্যু সব কিছুতে।
সৎ কাজের আদেশ-উপদেশ যতই যা শুনি,
হাসি-খুশীতে উড়াইতেছি মরবো নাকি আজি।
আজ মরিলে যে কাল দু'দিন হইতে দেখা যায়,
তবুও যে অসৎ কার্য থেকে ফিরি না ত্বরায়।
সবাই মরবে আমি বাঁচবো কল্পনায় জাগে,
জল্পনা-কল্পনা করতে থাকে মনের মাঝে কীযে।
দুঃখ-দৈন্য রোগ-শোকে মরণ জাগে ক্ষণে ক্ষণে,
সুখ-শান্তিতে মরণ কথা থাকে না আর মনে।
সৎ লোকের মনে সদয় মরণে দেয় দোলা,
ভালো কাজের ব্যস্ততায় যায় না তাহা ভোলা।
সাধারণের সেই ক্ষমতা হয়নি কোন কালে,
সৎ কাজের গাফেলতি অনবরত থাকে।
কেউবা আছে অজ্ঞতায় সৎ কাজ না বুঝে,
অভিজ্ঞ হইয়াছে কেহ সততা গিয়েছে ভুলে।
মরণ সে অনিবার্য কাউকে ছাড়বে না,
ভাল-মন্দ যতই যা কর রক্ষা পাইবা না।
এখানেই জয় তার এখানেই সব জয়গান,
বহুরূপী জীবনের কাছে মৃত্যু তাই যেন ম্লান।