আমার মনের বাসনা আমি যদি কবি হতাম,
তোমাকে নিয়ে একটি প্রেমের কবিতা লিখতাম।
যার ছন্দ হবে তুমি,উপমাও হবে তুমি,
যার প্রতিটি লাইন হবে তুমি,প্রতিটি স্তবকও তুমি,


মিনতি করলে তোমায় নিয়ে লিখতে,
লিখতে বসলাম তোমার মনের বাসনা রাখতে।
তোমায় নিয়ে ছিল অনেক কল্পনা,
প্রিয়তম করনি আমার সাথে ছলনা।
হে ললনা ভালবাসার দিয়েছো প্রতিদান,
রেখেছো প্রিয়জনের ভালবাসার মান।।


যে দিন তোমায় প্রথম দেখেছি,
মনের মাঝে তোমার ছবি একেঁছি।
দেখেছি তোমায় মনের চোখে,
পেয়েছি তোমায় স্বপ্নের মাঝে।
না রাখা কিছু কথা, সময়ের ঝড়া পাতা,
মনের মধ্যে দিয়ে যায় শুধুই ব্যথা।
থেমে যাওয়া প্রেমে, জমে থাকা অভিমানে,
ভালোবাসা আজ শুধু কাছে টানে,
স্মৃতি চোখে ভাসে, মন বোঝে প্রেমের মানে।
বৃষ্টি নাহি থামে দুু'চোখে, কষ্ট দহে এ বুকে।
হৃদয় নিহীত আমার অনেক বেদনা,
তোমায় নিয়ে মনে আমার অনেক বাসনা।
সকল স্মৃতি আজও অন্তরে গাথা আছে,
আমি শুধু বেঁচে আছি বিরল এই সম্পর্কের মাঝে।
জিতে গেল তোমার প্রেম হেরে গেছি আমি,
তোমার-আমার প্রতিশ্রুতি ছিল অনেক দামি।


স্বর্গীয় বিধান লেখকরা কারো প্রিয়জন নয়,
লেখকের কাছে সবাই প্রিয়জন হয়।
হৃদয়ের শুদ্ধতম দ্রোহ স্মৃতিময় হয়,
পৃথিবীর প্রাচীনতম প্রিয়ময়তার ইতিহাস হয়।