বঙ্গকন্যার কর্মকাণ্ড উন্নয়নে গণতন্ত্র,
প্রবৃদ্ধি হয়েছে মেলার মূলমন্ত্র।
মাদার অব হিউম্যানিটির দু'নয়ন,
মাতৃভূমি সোনার বাংলার উন্নয়ন।
প্রদীপ মশাল হাতে, অগ্রগতির রশি বেয়ে,
নেমে এলে ধুলির ধরায়,
সারা বাংলার করতে মাত।
সর্বশক্তিমান তোমায় দিয়েছে হায়াত।


যত দিন চন্দ্র-সূর্য রবে, পদ্মা-মেঘনা থাকবে বহমান,
ততদিন রবে পৃথিবীর বুকে তোমার সুনাম।
লক্ষ-কুটি মানুষের হৃদয় তোমার জন্য কাঁদে,
তোমার উন্নয়নের কথা লেখা রবে বিশ্বের ইতিহাসে।
পথে পথে কত পেরিয়ে বাঁধার পাহাড়,
হত দরিদ্রের মুখে তুলে দিয়েছো আহার।
শুধু এ বাংলায় নয়, অনেক দেশই করেছ অতিক্রম,
বিশ্ববাসীর ভেঙ্গে দিয়েছো ভ্রম।
অন্যের প্ররোচনায় আমরা নাচি না,
জেনে রাখো জননেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা।


উচ্চ কন্ঠে সততার সাথে আমরা কই,
বাংলার বুকে ক্ষুধার যাতনা কারোর নেই।
চলেছে উর্দ্ধগতিতে করেছো বাংলার উন্নয়ন,
তোমরা দেখেও দেখ না, তোমাদের অন্ধ দু’নয়ন।


বাংলার জনগণের ভাগ্য নিয়ে খেলতে পারবে না কেউ,
শুনবে না আর কোন দেশদ্রোহীর ঘেউ ঘেউ।
সমগ্র মানুষ তোমার সাথে রাজপথে রাস্তায়,
তোমার বিরোধীতা যারা করছে তারাই কেবল পস্তায়।
তুমি চলেছ উন্নয়নের জলন্ত কিরণোজ্জ জ্যেতি হাতে,
ডিজিটাল বাংলার জনগণ আছে তোমার সাথে।
দেখছে চেয়ে সারা বিশ্ব,
এগিয়ে চলছে বাংলার বাঙালি আর নয় কেউ নিঃশ্ব।


বঙ্গবন্ধুর জন্ম না হলে, এদেশ হত না স্বাধীন,
আমরা থাকতাম চিরদিন পরাধীন।
তাইতো হয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা,
পৃথিবী জানে মহামানে, তুমি তাঁরই দুহিতা।
মহামন্ত্রে হিমালয়ের মত উচ্চ তোমার শির,
বিশ্ব নেতা তুমি মহাবীর, চির উন্নত তোমার শির।


জনতা পেয়েছে প্রভার দিশা,
কেটে গেছে সবার অমানিশা।
আজ উর্দ্ধমুখী উন্নয়নের জোঁয়ার,
খোলা বিশ্বের সকল দুয়ার।


বাঁচার অধিকার নিয়ে বিশ্বের দ্বারে আর কাঁদিনা,
জানাই স্বাগতম হে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা।