তুমি এলে আমার বারান্দায়
ঝুম বৃষ্টি ঝরছিল অঝোর ধারায়
হাত বাড়াতেই নখের হৃদয় ছুঁয়ে তবুও ঝরছিল।
করমচার পাতা ভেজা অবাধ্য বৃষ্টি
ভেতরে কাফন খুলে আসা হিম শরীরে,
আমি আর বৃষ্টি-----
ছোঁয়াছুঁয়ি চলে অবিরাম।
শুধুই তুমি দেখছিলে অনিমেষ চোখে
হয়তো তুমি ভাবছিলে বৃষ্টির সাথে
আমার কতকালের ভালবাসাবাসি।
হয়তো তুমি তাকে প্রেম বল,ভালবাসা বল
আর তাকে স্বপ্নই বল,
আমি শুধুই বলব এ আমার হৃদয় নিংড়ানো বাসনা।