বহু দিন হয় আমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছিনা
যেখানে আমার থাকার সম্ভাবনা ছিলো প্রবল
সেখানে অতি সন্তর্পণে খোঁজলাম নিজেকে
কোথাও  পেলামনা আমি।তবে কি কোথাও কখনো  ছিলামনা আমি!
নাকি দিকহীন চেতনার শূন্যতায় পাল উড়িয়ে যাচ্ছি অবিরত
যেখানে আমার সময়ের কোন বাজি নেই
নেই সংসার নেই প্রেম নেই কোন মমতার বন্ধন !


সেখানে নিজেকে খোঁজতে গিয়ে কখন যে একটি ক্লান্ত দুপুর, গড়িয়ে
সাইডুলির পাড় উপচে,নিঃসঙ্গ হলো আস্ত একটি বিকাল
দু'পাড়ের কেউই জানলোনা।


মাঝে মাঝেই এমন করে হারিয়ে যাই আমি
হারালেইতো খোঁজার অন্তহীন তৃষ্ণা বাড়ে
সে কি ভীষণ তৃষ্ণা! আসলে যে হারায় সেইতো খোঁজে- -
যে কোন দিন কিছুই হারায়নি সে কি কখনও তা বোঝে!
খোঁজার তৃষ্ণায় কতক যে নদী বন্ধ্যা হলো
তাদের দুঃখ কখনো কি গুছে?