বলো কতটুকু ভালবাসলে
তোমার বুকের দরোজাখানা খুলে যাবে
চোখের কতোটুকু জল উপচে পড়লে
তোমার বিশ্বাসের গভীরে আমায় লুকিয়ে রাখবে।


কতোটি বিনিদ্র রাত জাগলে
নিঃসঙ্গ ঈশ্বরের পাশে তোমার দেখা মিলবে
কতোটুকু তপ্ত রোদে নিজেকে পোড়ালে
ঝরাপাতাদের মর্মরধ্বনি বন্ধ হবে।


কতোটুকু দায়ভার তুলে নিলে
রাজপথে প্রসবরত গরীব নারীর হাসপাতালে জায়গা হবে
কতোটুকু অন্ধকার সরালে
মুগ্ধ আলো ছড়াবে নির্লিপ্ত ভোরে।


কতোটুকু অঞ্জলি দিলে
শীতার্ত আঁধার ফুঁড়ে ঝকঝকে খোলা প্রান্তরে,তুমি এসে দাঁড়াবে,
কতোবার নিজেকে ক্ষতবিক্ষত করলে
আমার নিয়তির ষোলকলা পূর্ণ হবে।


বাতাসে কতোটুকু সুবাস ছড়ালে
বৈশাখী মেঘে সিঁদুরের স্নিগ্ধ প্রেম আঁকবে মুগ্ধ নীড়ে
কতোটুকু কার্তিকের ফসল মাজরা পোকায় গিলে খেলে
বলো- -?ভুখা রাত্রির উদর থেকে ঝরাবে সমস্ত পাপ।


অথচ তুমি জান ইতিমধ্যে তোমায় সবকিছু দিয়ে
আমি এখন, শুধুই নিঃস্ব এক ফসলের মাঠ।