তুমি কিছু জানো কিনা-আমি জানিনা
আমার সব,সবকিছু তুমাকে ঘিরে
আমি ফিরেছি কার্তিকের নবান্নের বেশে সবার ঘরে।
রাতের কুয়াশার মতোন তুমিও রবে
আমার চারিপাশ ঘিরে উষ্ণতা ছড়িয়ে।
তন্দ্রাচ্ছন্ন চোখ ভরিবে কি তোমার!
আমার এজীবন যেদিন তোমার তরে
ক্ষয়ে যাবে যতো লেনা
তবুও মিটবে কি জীবনের সকল দেনা।
আজি আমার বুকের 'পরে জমেছে যে শিশিরের জল
তা তুমিও কি চেয়েছিলে চাতকের মতো
তৃষ্ণা মিটাবার আশায়?
এখনি তা মিটবে কি জানিনা----
হে চাতক ফিরে এসো আমার অগাধ জীবনের সোনালিমা  প্রান্তরে
কার্তিকের সোনালী ধানের শীষে।
তুমি জান কি,জানিনা
আমার সব সবকিছু তুমাকে ঘিরে
এই কার্তিকের নবান্নের বেশে।
কুয়াশার চোখে উজ্জ্বল নির্ভার পূর্ণিমার আলো মেখে
দিগন্ত জোড়ায় জোড়া ফসলের মাঠে
সোনালী ধানের শীষে।
জীবনের রঙ ম্রিয়মান দিনগুলো পুড়ে
ফিরে আসুক মানুষের জীবনের আজন্ম ভুবনে
হেমন্তের শুভ্র সম্ভাষণ।