অনিতা!আজকাল তোমায় দেখে
বড্ড বেশী ঠোঁটগুলো কেঁপে কেঁপে ওঠে
স্রোতম্বিনী নদীর পারভাঙা ঢেউয়ের মতো।
তোমার মাঝে মধ্যে কাছে আসা আমাকে --
আঁছড়ে পড়া ঢেউয়ের মতো বুকের ভেতরটা উতাল-পাতাল করে তোলে।
যেখানটায় শুধুই তুমি তোমার অবয়ব,সব সবকিছু অনুভব করি।
বহুদিন পর তুমি এলে,খানিকটা ঘেঁষে বসো না!
আঁচল তলের উত্তাপ আর তোমার চুলের ভাঁজে লোকানো বুঁনো  ঘ্রাণ নেই একান্তে।
মহুয়ার মত্ত বনে হাতে হাত রেখে পাশা-পাশি হেঁটে চলা
খোঁপায় নাম না জানা বুনোফুল গুজে দেওয়া
তোমার উদ্বেলিত বুকে মাথা রেখে পাখিদের গান শুনা
এই সব না হয় রইল।
আমিতো চাইছি শুধু দক্ষিণা  বাতাসে ভেসে আসা
তোমার শরীরের উত্তাপ আর তোমার চুলের  বুনোঘ্রাণ,
অনিতা! বহুদিন পর এলে বসো না খানিকটা ঘেঁষে।