আষাঢ় শ্রাবণে নামিল যে ঢল
চারদিক বানের জলে কল্ কল্
উপচে পড়ছে নদী খাল বিল
চারদিকে শুধুই ঝিলমিল।
ডুবছে হাট-ঘাট ফসলের মাঠ
পেটের ক্ষুধায় সবকিছুতে ছাট্
কৃষকের ঘরে উনুনের আগুন
নিভিয়েছে বানের জলের প্লাবন।
পেটের আগুন নেভেনাতো জলে
ঘরে ঘরে শুধু আহাজারী চলে,
ভাসছে মানুষ ভাসছে দেশ
সাথে স্বপ্নগুলো হচ্ছে নিঃশ্বেষ।
দেখিনিতো কখনো প্রকৃতির রৌদ্ররূপ
  আমাদের প্রতি হইওনা বিরূপ
চারদিক শুধু প্রার্থনা মানবতার
দুঃসময় পার করো খোদা এবার।