যুবতীর বুকে কষ্টের উচ্চতায় কামুক পুরুষ
চায়ের কাপে  চুমুকে মজে পড়ন্ত বিকেল
সময় গড়ালে ম্রিয়মান সব জৌলুস।


তবুও যেনো আমার বয়স হয়না, নিজেকে দেখিনা আয়নায়
দরজার খিড়কিতে হাত সময় যে আর বেশী নেই
প্রেম নেই তবু যেনো ফাঁদে হাজারও বায়নায়।


আজি ডাকে অন্ধকার,মিশে যায় ছায়ার ভেতর প্রচ্ছায়া
অন্ধকারের জরায়ু ছিঁড়ে নামে সকল পাপবোধ  
মুষড়ে উঠে প্রচ্ছায়ার ভেতর কায়া।


তবুও কেনো জানি এখন আমার বয়স হয়না বয়সের ভেতর
ব্যথাতুর কোন পাপবোধ আর আমাকে খুব ভাবায়না
লোভ মোহ কামুকতায় আষ্ট্রেপিষ্টে আছে অন্তর।