যখন ভাবি মৃত্যুর আগে এভাবেই মরে পড়ে আছি
কুয়াশার শান্তজলে যেমন- - -
মুখ থুবড়ে পড়ে থাকে শীতের ঝরাপাতারা
আমি বুঝে গেছি-এভাবেই দ্রোহের অন্ধকার
তাড়া করে ফিরবে আ-জীবন,শীতল জলের ক্রন্দন - -
বাড়ন্ত বয়সের নীচে ক্রমেই চাপা পড়ে ভবিষ্যৎ।
অথচ, অ-গর্হিত দুরে
স্যাঁতসেঁতে বুকের পাঁজর উঠানামা করে
তবুও বুনো লালসায় তৃপ্তির প্রহসন
কখনো ভাবিনা হৃদয়ের সূয্য ডুবে গেলে
শুধুই মৃতের হাসাহাসি - অবিরাম।