(১)
দগ্ধতার স্ব-দহনে
কেউ যদি পোড়ে পুড়ুক
কে পোড়ে,কার পোড়ে,কেন পোড়ে
নিজে নিজে, জগতের চোখে
বিষের পেয়ালায় নীল আলো ছুঁড়ে।
(২)
খানিকটা তুমি জোয়ারের ঢেউ
আর খানিকটা তুমি শব্দবিহীন
খানিকটা মনে হয় চেনাদের কেউ
আর বাকিটা তুমি অসময়ের ঋণ।
(৩)
রোজ রোজ মানুষ দেখে
কতো প্রহর যে মিলায়
দোলাছলে দুলি যখন ওই
এতদিনে মানুষ চিনলাম কই!!!
(৪)
ধ্বংসের দিনে
নয় কেউ কারো
তবু কাছে থেকো
যতোটুকু পারো।
(৫)
কান্না আসে জলে ভাসে
জল ভরল নদী
দু'হাত পুরে জল নিতাম
সুযোগ পেতাম যদি।
(৬)
এমনটা নয়-- শুধুই তোমায়
ছুঁয়ে দেখার ইচ্ছে জাগে
বরং জেনো আলিঙ্গনে আমায়
তোমার খানিক স্পর্শতো লাগে।
(৭)
এ-পাড়েতে যারা বেঁচে আছি
এখানে কেউ কেউ মানুষ
আবার কেউ মনুষ্যত্বহীন অমানুুষ
আর ওপাড়েতে যাদের বাস
তারা সবাই শুধুই লাশ।