চিত্ত যখন খেলা করে বিত্তের মাঝে
লোভের ঘোরে ভুলে সে আপনজনে
বিত্ত দিয়ে কীর্ত্ত করে সকাল সন্ধ্যা সাঁঝে
অতীতগুলো রাখেনা নিজের মনে।
এ-কাল যদি কাটাও তুমি রঙিন মায়ায়
ভাবছ বসে ও-কালে কি হবে তোমার?
বিত্ত তোমার হবেনা সাথী যাবে শুধু ছায়া
সেখানেতো আসল বিচার তোমার আমার।