মেঘের দল দাঁড়িয়ে আছে
কলসি কাঁকে করে
এখনি জল ঢেলে দিবে
মাটির বুকে 'পরে।


রাস্তাঘাট সব তলিয়ে দিচ্ছে
আরো দিচ্ছে ফসল
জলের তলে বাড়ীঘর সব
ফেলছি চোখের জল।


গরু ছাগল মরছে সবি
বাঁচার উপায় কি
দশটাকার সের চালের নামে
শুধুই যে ফাঁকি।


পরের বছর চাষের আশায়
ঋণের বোঝা মেলে
বানবাসি সব চোখের জলে
সবকিছু যায় ভুলে।