হররোজ কিছু কিছু কথা লাগামহীন অলিগলি ঘুরে
আর কিছু কথা হরহামেশায় গোপন ব্যাথায় পুড়ে
তাইতো আজকাল এমন কিছু কথার কথা ভাবি
বেইন্না বেলায় গোগের হাটে সের ধরে বেচার
যেনো ফের ফিরে আসে আগের সব আচার।


এইতো সেদিন আস্ত একটা  বিকাল কোথায় যেনো মিইয়ে গেল
এই নিয়ে এপাড়ায় ওপাড়ায় কতো কথা, কতো গপ্পো
একদিন অঘ্রাণে সোনালী চকচকে যে স্বপ্ন দেখতো ছনু মিয়া
সেই বিকাল ধরেই নাকি তার  স্বপ্ন হারিয়ে গেলো।


যে স্বপ্ন অন্ধকারে হারিয়েছে  তবুও কি সেই গপ্পো থেমেছে!
যেমনি থামেনা পানকৌড়ির ডুবসাঁতার
তেমনি আটপৌরে কপালের হয়না শেষ অকুল পাথার।


তবুও কিসের জন্য কেনো জানি কিছু কথার কথা ভাবি
এতো ভাবনার মাঝে ঘরে বাইরে পেয়েছি কি সুবাতাসের ছবি?